বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে দুই দোকানে ভাংচুর, এন্ড্রয়েট মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকা ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আহামদ নুর নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
আহামদ নুর চাম্বল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের আহমদিয়া পাড়ার মাহাবুব আলমের পুত্র। সে দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত বলে জানা যায়।
বুধবার দুপুরে চাম্বল বাজারস্থ প্রোপাইটর মো. রেজাউল আজিম এর স্বত্বাধিকারী ছিদ্দিক মেশিনারী ও ছিদ্দিক টাইলস নামে দু’টি দোকানে আহামদ নুরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র এ হামলা চালায় বলে অভিযোগ তুলেন ওই ব্যবসায়ী।
স্থানীয় ব্যবসায়ী ও অভিযুক্ত রেজাউল আজিম অভিযোগ করে বলেন, ‘কোনো কথাবার্তা ছাড়া হঠাৎ লাঠিসোটা নিয়ে একটি সংঘবদ্ধ দল দোকানে ঢুকে পড়ে। পরে কোন কিছু বুঝে উঠার আগেই আহামদ নুর ও তার সংঘবদ্ধ সন্ত্রাসীরা আমার দুটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে বিভিন্ন মালামাল, ল্যাপটপ, আইফোন মোবাইল, নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান অভিযুক্ত ব্যবসায়ী।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।