দীর্ঘ দুই মাস আমেরিকা,কানাডা ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।
বৃহস্পতিবার ৮ আগষ্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১০ টায় লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে সিলেট থেকে বিশাল গাড়ী বহর সহকারে শেরপুর হয়ে মৌলভীবাজারের বাসায় পৌঁছান।
বাসায় যাবার পথে শেরপুরে এক বিশাল পথসভায় মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, দেশ ছাত্রদের সফল আন্দোলনে রাহুমুক্ত হয়েছে সেজন্য যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি দলের নেতা কর্মীদের বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সকল নেতাকর্মী জনগন ও ব্যবসায়ীর পাশে থাকবেন, যাতে কেউ কোন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল,সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান,দপ্তর সম্পাদক আবুল কালাম বেলাল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব ইজদানি ইমরান,স্বেচ্ছাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস,ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুপ,জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আহমেদ আহাদ,জেলা যুবদল নেতা সেলিম সালাউদ্দিন,জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।