অভুতপূর্ব তীব্র জনরোস ও গণঅভ্যুত্থানের মুখে জালিম ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনার পলায়নে শোকরিয়া জ্ঞাপন, চলমান বৈষম্যবিরোধী অন্দোলনে শাহাদত বরণকারী ছাত্র-জনতার স্মরণ এবং আহতদের সুস্থ্যতা কামনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট এর উদ্যােগে আজ ৬ আগষ্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় সিলেট সিটি পয়েন্টে এক শোকরানা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়৷
মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রাহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যূগ্ম মহাসচিব ও জেলা উত্তরের সভাপতি শায়খ আতাউর রাহমান৷
ছাত্রনেতা মাওলানা মাওলানা লুৎফুর রাহমান এর উপস্থাপনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- জেলা উত্তরের সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, দক্ষিণের সহ সভাপতি আলহাজ্ব শামছুদ্দিন বানিগ্রামী, উত্তরের সহ সভাপতি মাওলানা শায়খ আবদুল হাই, দক্ষিণের সহ সভাপতি মাওলানা আসরারুল হক, জেলা উত্তরের সাধারন সম্পাদক মুফতি ইবাদুর রাহমান, জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, সিলেট মহানরীর সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, উত্তরের সহ সাধারণ সম্পাদক ইয়াহইয়া খান, মাওলানা আলী আহমদ, যুব নেতা মাওলানা সালিম উদ্দিন ও ছাত্র জমিয়ত জেলা উত্তরের সভাপতি মাওলানা জাকির হোসেন প্রমূখ৷
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মাওলানা মাহমূদ হোসাইন, জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, মহানগর জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ছলিম কাসেমী, সোহাইল আহমদ, মাহমুদুল হাসান, মাওলানা আবু বকর চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল কারীম, ফখরুল ইসলাম চৌধুরী, যুবনেতা মাওলানা শাহিদ হাতিমী, জেলা উত্তর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খায়ের, হাফিজ মুজিবুর রাহমান ও মাহফুজ আহমদ প্রমূখ৷ বিজ্ঞপ্তি।
এ জাতীয় আরো খবর ....