রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খাঁড়ইল মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাজশাহী-নওগাঁ মহাসড়কে শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মারুফ হোসেন (২৬)। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চাপড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ তার শাশুড়িকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুরে ফিরছিলেন। পথিমধ্যে খাঁড়ইল নামক স্থানে পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।h