যশোর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র একটি চৌকশ টিম এসআই(নিঃ)/শাহিনুর রহমান, পিপিএম, এসআই(নিঃ)/বিপ্লব সরকার, এএসআই(নিঃ)/মোঃ আমিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে গত ১২ জুলাই ২০২৪ খ্রিঃ শুক্রবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৮নং ওয়ার্ডের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর চারতলা বিশিষ্ট বসতবাড়ীর ২য় তলার ফ্লাটের উত্তর পশ্চিম পাশের কক্ষ হইতে দুর্জয় বাবু ঘোষ (২২) নামের এক ভূয়া ডিবি পরিচয়কারী কে আটক করেন।
আটককৃত দুর্জয় বাবু ঘোষ যশোর জেলার কোতয়ালী থানা হাজী মোহাম্মদ মহাসীন রোড, বড় বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষ এর ছেলে। সে অত্র থানা এলাকার বেজপাড়া শ্রীধর পুকুরপাড় তরুন কুমার দে এর বাড়ীর ভাড়াটিয়া।
সে দীর্ঘদিন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানী সহ অনৈতিক সুবিধা ভোগ করিয়া আসিতেছিল। তার বসতঘরের পশ্চিম পাশের কক্ষ হইতে ০১ টি ওয়াকিটকি (ওয়ার্লেস) সেট, ০২ টি চাইনিজ কুড়াল, ০২ টি ফালার মাথা, ০১ টি হাসুয়া, ০১ টি ছুরি, ০১ টি পুলিশ রিফ্লেটিং ভেস্ট, ০৪ জোড়া পুলিশ হ্যান্ডকাফ, ০৫ টি রাবার বুলেট, ০১ টি শটগানের (লেড বল) কার্তুজ, ১২ টি শর্টগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করেন।
এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ শাহিনুর রহমান, পিপিএম বাদী হয়ে আটককৃত দুর্জয় বাবু ঘোষ (২২) এর বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করেন।