সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটার মোড়ে শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর পৌর এলাকা সহ ১৩টি ইউনিয়নের শতাধিক মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। জুম্মার নামাজ পর বিভিন্ন মসজিদের মুসল্লিা ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর বাজারের বাটারমোড় এলাকায় সমবেত হয়। এরপর এখানে মদের দোকান বন্ধের দাবীতে মানববন্ধন করে। আধাঘন্টা ব্যাপী মানববন্ধন চলাকালে তারা মদের দোকান অবিলম্বে বন্ধের দাবীতে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর একই দাবীতে ওই স্থানে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,নুকালি ক্যাডেট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মওলানা রাশেদুল হাসান, বাড়াবিল মাদ্রাসার প্রধান শিক্ষক মওলানা ফুয়াদ হাসান, দ্বারিয়াপুর বায়তুল মকাদ্দেস জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা নুর আলম, দ্বারিয়াপুর আওমিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা আবুল হাসান, শাহজাদপুর সরকারি কলেজের ইমাম হাফেজ মওলানা মোস্তফা সরকার, মওলানা মাসুদ রানা ও শাহজাদপুর পল্লিবিদ্যুতের পরিচালক ফারুক সরকার। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শাহজাদপুর পৌর মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করে আসছে। ফলে শাহজাদপুরের অলিতে গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র সহ সর্ব স্তরের তরুণ ও যুবক এই মদের নেশায় আশক্ত হয়ে অকালে জীবন ধংস করছে। অনেকের মেধাবী সন্তান এই নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার ধংস হয়ে গেছে। এ থেকে শাহজাদপুরবাসিকে পরিত্রাণ দিতে সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে সবার আগে তিনি শাহজাদপুরে মদের দোকান বন্ধের ব্যবস্থা করবেন। তিনি তার কথা অনুযায়ী নির্বাচিত হওয়ার পর শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে যথাযথ কতৃপক্ষোর কাছে ডিও লেটার প্রেরণ করার পরেও সংশ্লিষ্ট কতৃপক্ষ অজ্ঞাত কারণে অদ্যাবধী তা বন্ধ করেননি। ফলে শাহজাদপুরের যুব সমাজ ধংসের দ্বারপ্রান্তে পৌছেছে। এ থেকে শাহজাদপুরের তরুণ সমাজকে রক্ষায় জরুরী ভিত্তিতে শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবী জানিয়ে তারা বক্তব্য দেন।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া আমাদেও পক্ষ থেকে যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা তা নিচ্ছি।