মৌলভীবাজার সদর উপজেলার খঞ্জনপুর ইলেভেন ব্রাদার্সের উদ্যোগে সুন্নতে খতনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২১জুন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পে দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা ,ঔষধ প্রদান ও ১৫জন রোগীকে খতনা করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী নিজামুল চৌধুরীর তত্তাবধানে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন, সিলেট মহানগর বারের এপিপি এডভোকেট মোঃ সাইফুর রহমান,ইলেভেন ব্রাদার্সের উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,ইসতিয়াক আহমেদ,আশরাফ মিয়া,সিরাজুল ইসলাম,রিপন মিয়া,জুবায়ের আহমেদ।
মেডিকেল টিমে ছিলেন, ডাঃ মোঃ ইলিয়াস-সহকারী অধ্যাপক মেডিসিন ও কগনিটিভ নিউরোলজি, আদ দ্বীন মেডিকেল কলেজ ঢাকা, ডাঃ আব্দুল্লাহ তানভীর ইউরোলজি (অন কোর্স) ঢাকা মেডিকেল কলেজ, ডাঃ ফজলুল হক-ইউরোলজি (অন কোর্স),সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, ডাঃ জহিরুল ইসলাম চৌধুরী-রাগীব রাবেয়া মেডিকেল কলেজ সিলেট, ডাঃ রেজাউল করিম-রাঙ্গামাটি মেডিকেল কলেজ, ডাঃ শামসুজ্জামান সাব্বির-প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, ডাঃ ইয়াছমিন বেগম
সিলেট ওমেন্স মেডিকেল কলেজ ,ডাঃ ইশরাত আরা -ঢাকা মেডিকেল কলেজ ,ডা:আমিনা সুলতানা লামিয়া -ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল ,ডা: রিফা তাসনিয়া মিম
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ঢাকা ,ডাঃ সুমাইয়া ভুইয়া -ইম্পালস হাসতাপাল, তেজগাঁও
জেসমিন ইসলাম চৌধুরী-সিলেট ওমেন্স মেডিকেল কলেজ।