বাঁশখালীতে ‘ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমনা পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ জন কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে সরকারি আলাওল কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের কনসালট্যান্ট ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এন.এম নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ানের যৌথ সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরকারি আলাওল কলেজ’র অধ্যক্ষ মো. আজিজুর রহমান, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ’র অধ্যক্ষ জাকের হোসেন, জলদী আধুনিক হসপিটাল’র ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাঁশখালী পৌর কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপ্রসাদ সেন, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনী।
উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা শাহাদাত হোসাইন আজগর, মফিজুর রহমান, আমির হোসাইন, জাহাঙ্গীর, তাফহিমুল ইসলাম হিমু, মর্তুজ আলী, ইউসুফ, ইছহাক, আজিম, মহিউদ্দিন, মাহিন, হারুন প্রমুখ।