নিউইয়র্কের সর্বস্তরের হাজারো প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত হল জ্যামাইকা বাংলাদেশ প্রেন্ডস সোসাইটির বৈশাখী পথমেলা-২০২৪।গত ১৪ জুন “বাঙালীয়ানায় বাংলা উৎসব” শীর্ষক এই অনুষ্টানের আয়োজন করা হয়।দিনব্যাপী আয়োজিত অনুষ্টানের কর্মকান্ডের মধ্যে ছিল দুপুরে পান্তা-ইলিশ,আর ডাল-ভর্তা -ভাতে আপ্যায়ন,অপনাহ্নে রালী,মেলা,সাংস্কৃতিক অনুষ্টান।এছাড়াও ছিলো বেচাকেনা-কেনার জন্য রকমারি স্টল।বাংলাদেশ সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহনেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট লায়ন শাহনেওয়াজ।গেষ্ট অব অনার ছিলেন,নিউইয়র্ক কনসাল জেনারেল নাজমুল হুদা,বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া,সাবেক সংসদ সদস্য এম এম শাহিন ও রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম।বেলা ২ টার সময় জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে মধ্যহ্ন ভোজের মধ্যদিয়ে শুরুহয় অনুষ্টান মালা।এসময় পান্তা-ইলিশ পর্বের উদ্বোধন করেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিদার এ্যাট লার্জ মইন চৌধুরি।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল গনি মিয়া, উপদেষ্টা ডাঃ ওয়াজেদ সালেহ আহমেদ, সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার,সাধারণ সম্পাদক যে মোল্লা সানি, মেলা কমিটির আহবায়ক মোহাম্মদ বিল্লাল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সনি প্রমুখ।উপস্থাপনা করেন সাংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী। এ সময় সংগঠনের উপদেষ্টা দের মধ্যে দরুন নূর, রেজাউল করিম চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ফরিদ আলম, প্রফেসর শাহাদাত হোসেন, শাহ জে চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান, জুলফিকার হায়দার সহ অন্যান্ন কর্মকর্তা বৃন্দ।অনুষ্ঠানে কোনসল জেনারেল নাজমুল হুদা বলেন, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ২৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে, এটা অসাধারণ অর্জন, সু সংগঠিত নেতৃত্বের জন্য এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের জাতীয় জীবনে মেলা ঐতিহ্য বহন করে, তিনি মেলার সার্বিক সফলতা কামনা করেন, অনুষ্ঠানে ব্ল্যাক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেলা কমিটির কতদের মধ্যে ছিলেন যুগ্ন আহবায়ক রাশেদ মালিক লিটন আহমেদ এস এম সুলাইমান তরিকুল ইসলাম তুহিন রাশেদুজ্জামান হিমু সমন্বয়কারী আনোয়ার হোসেন আবুল কাশেম সুমন খান, মোঃ জসিম, নিপা জামান, ইফাদ ইয়াসমিন, যুগ্ম সদস্য সচিব এনায়েত মুন্সি, নওশাদ হায়দার, আফরোজা রোজি, কাজী আবু নাসের, ফয়সাল আলম, আই খান সুলতান, জিল্লুর রহিম, তামান্না আইরিন ও মহিউদ্দিন পাটোয়ারী প্রমূখ।