1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যারিস্টার লিয়াকত আলী সংবর্ধিত  মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ৩ ইউপি চেয়ারম্যান ও ২ ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে রাজশাহীতে ডিবির অভিযানে বাংলা মদ, চোলাইমদ, নগদ অর্থ উদ্ধার গ্রেফতার- ২ মৌলভীবাজারে অশ্লীলতা দমন কমিটি অদক এর বারো দফা কর্মসূচী ঘোষণা  ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন নড়াইলের সৌরভ সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪ ১৯৭১ থেকে ১৯৭৫ সালের সময়ে আওয়ামী লীগ বধ্যভূমি তৈরি করেছিল: টুকু সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন

শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ 

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৩৮ বার নিউজটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে সিংপাড়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সাংবাদিক আমিনুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে।গত মঙ্গলবার দুপুর ১২:৩০টার সময় এই হামলার ঘটনা ঘটে।হাসারগাঁও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র মো: জাকির হোসেন বাবু ও মো: জাহিদুল ইসলাম লাভলু এবং নওপাড়া গ্রামের মোঃ রাসেল মিয়ার নামে হামলা করার অভিযোগ পাওয়া গেছে।হামলাকারী জাকির আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাংবাদিক আমিনুল ইসলাম আটপাড়া ইউনিয়ন হাসার গাঁও গ্রামের মৃত আ: কাদেরের ছেলে এবং শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম আমিনুল ইসলাম নিজ এলাকায় একটি মসজিদের বিশেষ দায়িত্ব পালন করে থাকেন, গতকাল সোমবার ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে  হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে হামলা কারীরা তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়, আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সিংপাড়া বাজারে গেলে আগে থেকে উৎপেতে থাকা জাকির গ্রুপ তার উপর সন্ত্রাসী স্টাইলে হাতে থাকা কাঠের ডাসা ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা ১৫০০০০/ টাকা মূল্যের প্রমেক্স -১৩ মডেলের একটি  আই ফোন, ১৬০০০০ মূল্যের একটি স্বর্নের চেইন ও ৬০০০০ মূল্যের একটি আংটি সহ নগদ ২০০০০ টাকা নিয়ে যায়।আমিনুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে জাকির গ্রুপ প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, লোকজন আমিনুল ইসলামকে উদ্ধার করে  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

হামলাকারী জাকিরের মুঠোফোনে  একাধিকবার চেস্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।হামলার বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল তায়াবীর নিকট জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel