নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের চারটি পাহাড়ধসের ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাত জন রোহিঙ্গা ও দুই জন বাংলাদেশি। মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।
সূত্র বলছে, বুধবার সকাল ৬টায় ১০ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপা পড়ে চার জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাদের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ৯ নম্বর ক্যাম্পের এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ওখানে উদ্ধার করা হয় দুই জনের মরদেহ। ভোর ৪ টার দিকে ৮ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয় তিন জনের।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন’) রাত থেকে টেকনাফে ভারী বৃষ্টি হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের অনেক ঘর রয়েছে পাহাড় ঘেঁষে। পাহাড় ধসে জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে।’