বাংলাদেশ আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সকাল ৯টার সময় হারদী ইউনিয়নের ভোলার মোড়ে এক মতবিনিময় সভার শেষে কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।
মতবিনিময় সভায় প্রবীণ শিক্ষক ও পল্লিচিকিৎসক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি জিনারুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা উপজেলা আর এম পি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন, আলমডাঙ্গা পৌর কমিটির কোষাধ্যক্ষ রেজাউল করিম।
অনুষ্ঠানে শহিদুল ইসলাম কে সভাপতি ও মঞ্জুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে সহসভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কে মনোনীত করা হয়। সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম শুভ,কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, রাসেল আহমেদ কে প্রচার সম্পাদক, কাজী আমিনুল ইসলাম কে ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল হালিম,আহমেদ আলি টিক্কা,আব্দুর রহিম,ইমদাদুল হক,হাসানুজ্জামান।
সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মতিয়ার রহমান, শামসুজ্জামান, আনোয়ার হোসেন, আশরাফুল হক, আবুল কালাম আজাদ, আব্দুল আজিজ, মোহাম্মদ ইব্রাহিম, শুকুর আলি,আব্দুল হান্নান, মাসুম বিল্লাহ, এম এ কাশেম,সাইদুর রহমান, উজ্জ্বল কুমার, কিরোন আহমেদ, জনি আলম,মুতাকাব্বির,বিশ্বনাথ পাল,আব্বাস উদ্দিন,কবির হোসেন প্রমুখ।
পল্লিচিকিৎসক মোহাম্মদ সেলিম ও জমির উদ্দিন নব নির্বাচিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।