নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখের নিঃস্বার্থ মুক্তির দাবিতে বিক্ষোভ, মিছিল, মানববন্ধন হয়েছে।সোমবার (৯ জুন) সকালে কোর্ট চত্বরে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।মানববন্ধনে সিংঙ্গাশোলপুর ইউনিয়নে হাজারো জনতা উজ্জ্বল শেখের নিঃ স্বার্থ মুক্তি দাবি করেন। সেই সাথে এলাকার নিউটান কে সন্ত্রাসী, চাঁদাবাজ, দাবি করে তাকে দ্রুত আটক করে ইউনিয়নের শান্তি শৃংখলা বজায় রাখার জানান।ঘন্টা ব্যাপ্পি চলা মানববন্ধনে বক্তব্য দেন সিংঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহিনা আক্তার, গোবরা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, মনির, তুকাম শেখ, সুলতান, রুবেল শেখ প্রমুখ।
মনির শেখ বলেন, আমি এই ইউনিয়নের লোক না আমি দীর্ঘ দিন এই বাজারে ব্যাবসা করি।আমাদের বাজার ঘাট নিউটন বন্ধ করে দিচ্ছে। বাজারের নাইট ডিউটি বন্ধ করে দিয়েছে।দোকানের কোন কিছু হলে দায় ভার কে নেবে। ইতিমধ্যে নিউটন গাজি বাজারে চাঁদাবাজি শুরু করেছে। সে নিজের গাড়িতে নিজে আগুন দিয়ে সাবেক চেয়ারম্যান উজ্বলকে ফাঁসিয়েছে। সে এক জন মাদক ব্যবাসায়ী সব সময় তার কাছে মাদক থাকে। সে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। আমরা তার আটকের দাবি করি। সেই সাথে মিথ্যা ষড়যন্ত্র মামলায় উজ্জ্বলের নিঃসার্থ মুক্তি দাবি করি।
তুকাম শেখ বলেন,নিউটন এক জন ডাকাত সে মিথ্যা মামলা দিয়ে আমাদের পরোপকারী চেয়ারম্যান উজ্জ্বলকে জেল খানায় দিয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জীবনের বিনিময়ে উজ্জ্বল শেখের মুক্তি চাই।
মানববন্ধনে আসা একাধিক নারী পুরুষ নিউটন কতৃক অত্যচার বিষয় তুলে ধরেন।