সিরাজগঞ্জ প্রতিনিধি: চতুর্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ভোট শুরুর পর ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি চোখে পড়েনি।’
ভোটগ্রহণের শুরুতেই দশসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন চৌধুরী, জামতৈল ধোপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সেলিম রেজা, হায়দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চশমা প্রতীকের ভাইস প্রার্থী সেলিম রেজা, নান্দিনা কামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী আনিসুর রহমান, জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সম্পা রহমান, দশসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাঁস প্রতীকের প্রার্থী তাহমিনা ওয়াজেদ মেরিনা।’
এছাড়া অন্যান্য প্রার্থীরা সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট প্রদান করেন। শুরুতে সকাল সাড়ে ৮টায় ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে বলে মনে করছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চার ইউনিয়ন নিয়ে গঠিত কামারখন্দ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৬৫০। এর মধ্যে পুরুষ ভোটার ৬১ হাজার ৮৬১ জন ও মহিলা ভোটার ৫৯ হাজার ৭৮৯ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী আলাদা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ভোট দিয়ে আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রথমবার কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। ভোট শতভাগ সুষ্ঠু হলে এবার আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন সুলতানা জানান, ভোটাররা হয়তো কাজের কারণে ভোট দিতে দেরিতে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে বলে বলে ধারণা করছি।’