সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে ১ জন নিহত ও সীমান্তবর্তী থানা এনায়েতপুরে বজ্রপাতে ২ যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, ৪ জুন বিকেল শোয়া ছয়টার দিকে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের চরপোরজনা (বাজিতপুর) গ্রামে আব্দুস সালাম (৩৭) ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হয়েছে। নিহত আব্দুস সালাম একই গ্রামের পাতাইরা’র ছেলে বলে জানা গেছে।’
অপরদিকে, এদিন বিকেল সাড়ে ৫ টার দিকে শাহজাদপুরের সীমান্তবর্তী এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিলচর মহল্লায় ফুটবল খেলার সময় মারুফ (১৪) ও আল আমিন (২৮) বজ্রপাতে নিহত হয়। আহত হয় সিয়াম (৭) ও মেহেদী (৮) নামের দুই শিশু। নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’