রাজধানীর উত্তরা বাউনিয়া ভূমি অফিস এখন পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম এর অবৈধ ঘুষ দূর্নীতি আর লুটপাট বাণিজ্যের অভয়ারণ্যে। এখানে ঘুষ ছাড়া মেলেনা সেবা, নড়েনা ফাইল।
দীর্ঘদিন একই অফিসে থাকার সুবাদে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম এখানে চালাচ্ছে রামরাজত্ব।
নামজারী, ভিপি, এলএ, এপি, পেরীফেরীভূক্ত, ফিরনিবাস, হাট চাঁদনী, জলমহাল, বালুমহাল বরাদ্দ- নবায়ন ও তদন্ত রিপোর্টের নামেও চলছে ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম এর নগ্ন বাণিজ্য।
আব্দুর রহিম এতে করে ব্যাপক অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুললেও সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
এসব অবৈধ সম্পদের খোঁজ তল্লাশী নিতে এবং তাঁকে অপসারণের দাবিতে উর্ধতন কর্তৃপক্ষ সহ দুদকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
এসব অভিযোগ সম্পর্কে দূর্নীতিবাজ ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি যা করছি তা সব উর্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করেই করছি তাই দুদক আমার কিছুই করতে পারবেনা।
( এ বিষয়ে আরো বিস্তারিত পড়ুন দৈনিক দেশবাংলা, দৈনিক খবরের আলো ও খবর বাংলাদেশ পত্রিকায়)