রাজশাহী জেলার বাঘায় গরু বহনকারী ইঞ্জিনচালিত তিন চাকার ভটভটি চাপায় গোলাম হোসেন (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টার দিকে বাঘা-আড়ানি সড়কের উপজেলার আমোদপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম, গোলাম হোসেন সে বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ডের মুশিদপুর কাজী পাড়া গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী অপর সবজি ব্যবসায়ী হাফিজুল ইসলাম জানান, নাটোরের মালঞ্চি হাট থেকে পৃথক দুটি অটোভ্যানে কাঁচামাল নিয়ে বাঘায় আসছিলাম।
পথিমধ্যে আমোদপুর বাজার এলাকায় গোলামের আটোভ্যানের একসেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় গোলাম হোসেন। এসময় বিপরিদ থেকে আসা দ্রুতগতির গরু বহন কারী ভটভটি তার শরীরের উপর দিয়ে চলে যায় এবং সেখানেই মারা যায়।
নিহতের ছেলে সাব্বির হেসেন জানান, বুধবার ভোর রাতে আটো-ভ্যান গাড়ী নিয়ে নাটোরের মালঞ্চির হাটে কাঁচা-মাল আনতে গিয়েছিল। বাড়িতে ফেরার পথে আব্বার মৃত্যু সংবাদ শুনতে হলো।
এ বিষয়ে বাঘা থানার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে গরু বহনকারী ভটভটিসহ চালক আবু শাহিন (৩০ কে আটক করা হয়েছে। চালক আবু শাহিন নাটোর লালপুর থানার দক্ষিন লালপুর গ্রামের আকবর আলীর ছেলে।
এ ব্যাপারে বাঘা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।