রাজশাহী জেলার বাগমারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ইলিয়াস আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
১০ দিন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে শুক্রবার (২৪ মে ) ভোর সাড়ে ৫ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইলিয়াস।
নিহত ইলিয়াস উপজেলার গণিপুর ইউনিয়নের মাঝি গ্রামের মৃত সাজেদুর রহমানের বড় ছেলে। এর আগে গত ১৪ মে বিকেলে উপজেলার আমতলী মোড়ে মোটরসাইকেল রোধ করে পূর্বপরিকল্পনা অনুযায়ী তার উপর প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।
হত্যার বিচারের দাবী জানিয়ে নিহতের স্বজনরা বলেন, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। ওইদিন বিকেলে আমতলী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হলে মোটরসাইকেল রোধ করে তাকে এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এই হামলার নেতৃত্ব দেন তার ফুফাশশুর আইনুল হকসহ আরো ৭-৮ জন।
এরপর ঘটনাস্থল থেকে ইলিয়াসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (২৪মে) ভোরে মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে বাগমারা থানার ওসি (তদন্ত) সোহেব খান বলেন, হামলার শিকার ইলিয়াসের মৃত্যুর সংবাদটি জানা ছিলো না আপনার মাধ্যমে জানলাম। গত ১৪ মে মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে জেলা হাজতে পাঠানো হয়েছে । ৬ জন আসামী জামিনে আছে।