রাজশাহী জেলা ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
১৯ মে রোববার রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম (বার) দিক নির্দেশনায় ওসি ডিবি মুহাম্মদ রুহুল আমিন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা আলাইপুর মহাজনপাড়া অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম (৩৬) কে হাতে নাতে আটক করে। সে আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামের সাবদার হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা হয়েছে।
অপরদিকে, জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৮ মে শনিবার দুপুরে গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল রানা (২৬) কে গ্রেপ্তার করে। জুয়েল উজান পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।