রাজশাহী নগরীর বোয়ালিয়া থেকে অপহরণ পূর্বক ধর্ষণ মামলার আসামি জামিল হোসাইন তারিককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। অপহৃত নাবালিকা প্রিয়াাঙ্কা বর্মনকেও উদ্ধার করেন। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল। ০৬ মে ২২.৩০ রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ২৪ নং ওয়ার্ড খরবোনা মৌজাস্থ জনৈক মোঃ মধু মিয়া (৪৫), পিতা- মৃত রহম আলী এর বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামী ১। মোঃ জামিল হোসেন ওরফে তারেক জামিল (২২), পিতা- মোঃ আইনুল ইসলাম ওরফে আয়নাল হক, মাতা- তারিফা বেগম ওরফে তারা বেগম, সাং- ফাজিলপুর (জেলেপাড়া), থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ ও অপহরনকৃত ভিকটিম প্রিয়াংকা বর্মন (১৬) কে উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনা সংক্রান্ত সত্যতা স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নওগাঁ জেলার মহাদেবপুর থানার মামলা নং-১২/৪৬, তারিখ- ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ মূলে হস্তান্তর করা হয়েছে।