শ্রীনগর উপজেলার পূর্ব বাঘরায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলার ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭ টায় রমজান হোসেন(৩৮) নামে এক ব্যক্তির বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন রমজান হোসেন (৩৮) ও তার স্ত্রী মোকসেদা আক্তার (৩০),রোকসানা বেগম (৪০),শাহিদা বেগম (৪০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বাঘড়ার মৃত আব্দুল আজিজের ছেলে রমজান হোসেন (৩৮) এর সাথে বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত পহেলা মে বুধবার ২০২৪ ইং তারিখ বুধবার রাত সাড়ে ৭টায় বিবাদী ১।শওকত শেখ(৩৩),পিতা সিরাজ শেখ ২।পরশ শেখ(২৩),পিতা বিল্লাল শেখ ৩।রকিব মোল্লা (৩০), পিতা ওহাব মোল্লা ৪।সজিব মোল্লা (২৫) পিতা, সোহরাব মোল্লা ৫।মোঃ নাজিম (৩৪), পিতা ফয়জল মুন্সি সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি সংবদ্ধ দল বিভিন্ন দেশীয় তৈরি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রমজান হোসেনের বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। এ সময় রমজান হোসেন ঘর থেকে বাইরে এসে গালিগালাজের প্রতিবাদ করেন। পরে কিছু বুঝে উঠার আগেই অতর্কিত তার ওপর হামলা করা হয়। হামলাকারীরা কিল ঘুষি, হকিস্টিক ও লোহার রড দিয়ে আঘাত করলে রমজান হোসেন কে বাঁচাতে রোকসানা বেগম(৪০)স্বামী নুরু হক,স্ত্রী মোকসেদা আক্তার ওরফে সোনামণি (৩০) বড় বোন সাহিদা বেগম (৪০)স্বামী আবুল হোসেন এগিয়ে আসলে ৫ নং বিবাদী নাজিমের হুকুমে তাদের ওপর ফের হামলা করে। এসময় সাহিদা বেগম মাটিতে পড়ে গেলে রকিব মোল্লা তার গলায় থাকা ১ ভরি ওজনের একটি চেইন ছিনিয়ে নেয়।
২ নং বিবাদী পরশ শেখ ঘরের ভিতর প্রবেশ করে কাঠের আলমারি এবং ড্রয়ার ভেঙে ১,০০,০০০ লক্ষ টাকা নিয়ে যায়। ৪ নং বিবাদী সজিব মোল্লা ঘরের ভিতর রক্ষিত একটি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি ভেঙে ফেলে। যার মূল্য ২৫ হাজার টাকা। অন্যরা বসত ঘরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় ।তাদের চিৎকারে স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করেন। হামলাকারীরা যাওয়ার সময় সাহিদা বেগমের বসত বাড়ির টিনের গেট,টিনের বাউন্ডারি এবং রান্না ঘর রামদা দিয়ে কুপিয়ে এবং তছনছ করে ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় গুরুতর আহত মোঃ রমজান হোসেন ঘটনার দিন রাতেই বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে পূর্ব বাঘড়ায় হামলাকারীদের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।