রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর (ভুড়িপাড়া) গ্রাম হতে দিবাগত রাত ০২টা ২০ মিনিটে একজন মাদককারবারিকে ১৫ বোতল ফেন্সিডিল-সহ আটক করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: ফরিদ আলী(৫১)। সে বাঘা উপজেলার আলাইপুর(ভুড়িপাড়া)গ্রামের পিতা মৃত আজগর আলীর পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: আব্দুল সামাদ ও ফোর্স-সহ বুধবার(২ মে )দিবাগত রাত ০২:২০ টায় রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর (ভুড়িপাড়া) গ্রামস্থ মোঃ নাজমুল আলম (৪০), পিতা-মৃত আমিরুল মেম্বার এর বসত বাড়ীর দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার উপর ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন,ঐ দিন রাজশাহী জেলার উপজেলার আলাইপুর (ভুড়িপাড়) গ্রামস্থ অভিযুক্ত মো: ফরিদ আলী বসতবাড়ির পশ্চিমপার্শ্বের গ্রাম্য রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি, রাজশাহী মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: সামাদ ও ফোর্স-সহ অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ ফরিদ আলীকে আটক করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: ফরিদ আলীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানার মামলা নং-০১, তাং-০২/০৫/২০২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনীর ১৪(খ) রুজু হয়ছে। মামলাটি তদন্তাধীন।
এ জাতীয় আরো খবর ....