আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ঢাকা উত্তর দারুস সালাম থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক কুমারী গ্রামের কৃতি সন্তান মোমিন চৌধুরি ডাবু গনসংযোগ ও পথসভা করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার উপজেলার কুমারি,কামালপুর,পশুহাট ও আলমডাঙ্গা পৌর শহরে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গনসংযোগ কালে মোমিন চৌধুরি ডাবু বলেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি,আজকে প্রতিক বরাদ্দ হয়েছে। আমার প্রতিক আনারস।আপনারা জানেন আমি সব সময়ই মেহনতি মানুষের জন্য কাজ করি।আমাকে যদি আনারস প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আলমডাঙ্গা উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এবং সন্ত্রাস মাদক ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো। তাই আগামী ২৩ মের নির্বাচনে আপনারা আমাকে আনারস প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত ও সমর্থন প্রত্যাশা করছি।
গণ সংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ,ইকলুছুর রহমান,এমদাদুল হক,মোজাম্মেল হক,আবু দাউদ,আনারুল,আকবর আলী মন্ডল,শাহাবুদ্দিন,আশরাফুল ইসলাম,লিমন আলী,আলম হোসেন,জাহিদুল ইসলাম তোতা,শাহাদৎ হোসেন,আনোয়ার হোসেন,ঠান্ডু রহমান,নজরুল ইসলাম,মোল্লাহ জাফর উল্লা,আলেম মেম্বার, আতিক বিশ্বাস প্রমুখ।