মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে এ সময় তার কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়।
রোববার (১৮ এপ্রিল) সকালে রাজনগর উপজেলার চাঁনভাগ চা বাগানের মন্দির লাইন এলাকা থেকে তাকে আটক ও চোলাই মদ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জাকির হোসেন এঁর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সুধাম বাউড়ি (৫২)কে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ বহন করার সময় হাতেনাতে আটক করা হয় ।
সুধাম বাউড়ি চাঁনভাগ চা বাগানের (৫২),মৃত শিশু বাউড়ির ছেলে।
তার বিরুদ্ধে পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।