সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পুলিশ এর গোয়েন্দা শাখা (ডিবি) মাদকদ্রব্য উদ্ধার অভিযান অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর থানার কালিয়া হরিপুর ইউনিয়নের অন্তর্গত কাশিয়াহাটা বাজারস্থ মেসার্স হোসাইন বস্ত্রালয় এর সামনে থেকে আব্দুল্লাহ ওরফে আঃ আলিম ওরফে জামাই (৩৯) এর নিকট হতে ২০০শ বোতল ফেন্সিডিল ও মোঃ আঃ লতিফ শেখ (৫১) এবং মোঃ আজিজুল আকন্দ (৪৫) এর নিকট হতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দিন,বিপিএম (বার), পিপিএম।’
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৬:২০ মিনিটের সময় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে তাদের কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামিরা হলেন আব্দুল্লাহ ওরফে আঃ আলিম ওরফে জামাই (৩৯) চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নলদিয়া ( কারী আহম্মদ উল্লার বাড়ী) গ্রামের মৃত আহম্মেদ ছাফা/মোছাঃ মঞ্জুরা বেগম দম্পতির ছেলে, মোঃ আঃ লতিফ শেখ (৫১) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কর্ণসৃতী গ্রামরে মৃত মাজেম আলী শেখ/মোছাঃ সাহের বানু দম্পতির ছেলে এবং মোঃ আজিজুল আকন্দ (৪৫) একই গ্রামের মোঃ আজাহার আলী আকন্দ/মোছাঃ আকলিমা খাতুন দম্পতির ছেলে।
আটককৃত আসামী আব্দুল্লাহ ওরফে আঃ আলিম ওরফে জামাই (৩৯) এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং আসামী মোঃ আঃ লতিফ শেখ (৫১) এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।’