চুয়াডাঙ্গায় নন গভমেন্ট ডাক্টরস এসোসিয়েশন বাংলাদেশ এর ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্হানীয় রেডচিলি রেস্টুরেন্টে এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার সর্বজন শ্রদ্ধেয় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার ফকির মোহাম্মদ।অংশগ্রহণ করেন স্হানীয় বিভিন্ন প্রতিষ্ঠান এর অর্ধশতাধিক বেসরকারি চিকিৎসক ও পরিবারের সদস্য গন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট সিনিয়র চিকিৎসক ডা মোস্তক রহমান
,ডায়াবেটিক হাসপাতাল এর সিনিয়র মেডিকেল অফিসার ডা নাহিদ ফাতেম,গাইনী চিকিৎসক
ডা সাহিদা, সিডিএম এর চেয়ারম্যান
ডা মো মোহাইমিনুল ইসলাম,আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণত সম্পাদক
ডা মো আব্দুল্লাহ আল মামুন, এনেস্থিসিয়াোলজিষ্ট
ডা মো রেজাউয়ান সজিব,চুয়াডাঙ্গা ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডা মো আব্দুল্লাহ আল নোমান,বি এস এম এম ইউ এর চিকিৎসক ডা ইয়াসিন আরাফাত মালিক,ডক্টর পয়েন্ট এট কো-ফাউন্ডার ডা জান্নাতুল সীমা,ঢাকা মেডিকেল কলেজ এর নন রেসিডেন্ট ডা আসিফ মো ফয়সাল, গাইনী চিকিৎসক ডা শিরিন আক্তার,
ডা শোভন সহ অনেকে।
অনুষ্ঠানে বেসরকারি চিকিৎসক গন রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকল চিকিৎসক সমাজ ও দেশবাসীর সুস্হতা ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করেন।