স্বাধীনতা তুমি মুক্তি সনদ
রাঙা টকটকে সোনালী সূর্য,
স্বাধীনতা তুমি মেঘের গর্জন
কালবৈশাখীর রণতূর্য।
স্বাধীনতা তুমি বাংলা মায়ের
চির অম্লান মুখের হাসি,
স্বাধীনতা তুমি ক্লান্ত দুপুরে
রাখাল ছেলের সুরেলা বাঁশি।
স্বাধীনতা তুমি এই বাংলায়
পদ্মা মেঘনা যমুনার ঢেউ,
স্বাধীনতা তুমি আসলে যে কী
এ কথাটি মোরা বুঝিনা কেউ।।
লেখক: সাংবাদিক,কবি, সাহিত্যিক, কলামিস্ট ও সংগঠক।।
ঢাকা- বাংলাদেশ।।
-১৬.১২.২০২২