ইউনিয়ন পরিষদের একাধিক কক্ষ নিজের বাসা বাড়ির মত করে ব্যাবহার করছেন, নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন। পরিবারের সাত সদস্য নিয়ে পরিষদের দ্বিতীয় তলায় বসবাস তার।
জানা যায়, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সাইফুল ইসলাম সুমন। কিছুদিন পর থেকেই ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার কক্ষগুলো নিজের দখলে নিয়ে বসবাস করতে শুরু করেন। তার সঙ্গে সেখানে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সাতজন সদস্য রয়েছে। কোনো চেয়ারম্যান এভাবে পরিষদে বসবাস করেন এমনটা আগে দেখেননি এলাকাবাসী। ক্ষমতার জোরেই এমনটা করছেন বলে অভিযোগ তাদের।
ওমর শরীফ নামের স্থানীয় এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন, ‘নির্বাচন হওয়ার পর থেকেই দেখছি পরিবার নিয়ে এখানে থাকছেন। ঠিক না বেঠিক জানি না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আরও কয়েকজন বলেন, চেয়ারম্যান হওয়ার পর থেকেই আমরা দেখছি তিনি পরিবারসহ এখানে থাকেন। দুইতলা ভবন পুরো তার দখলে। এর আগে কোথাও দেখিনি চেয়ারম্যান পরিবার নিয়ে ইউনিয়ন পরিষদে থাকে।
এদিকে পরিষদে বসবাস করার বিষয়টি স্বীকার করে চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমনের স্ত্রী জানান, দুই বছর ধরে তারা পরিষদে বসবাস করছেন। জনগণের সেবার কথা চিন্তা করেই এখানে বসবাস করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন জানান, রাত্রিযাপনের জন্য সরকারিভাবে পরিষদে তার জন্য দুটি রুম বরাদ্দ আছে। সেখানে কোয়ার্টার হিসেবে তিনি থাকছেন। আর একটা রুম বিট অফিসারদের। অন্যটি সার্ভার রুম। সেটি তালা দেওয়া থাকে। আর বিট অফিসারদের রুমে মাঝেমধ্যে যখন লোকজন আসে তখন বসেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, এভাবে অফিসে থাকার কোনো নিয়ম নেই। বিষয়টি আমাদের জানা ছিল না। জানার পর চেয়ারম্যানকে দ্রুত পরিষদ ছেড়ে দিতে বলা হয়েছে।