একটি নতুন জাতির জন্য
একটি স্বপ্ন দেখা,
হৃদয় মাঝে আবেগ ভরা
হাজার কাব্য লেখা।
একটি জাতির জন্য সেদিন
লাখো মানুষের ভীর,
জাগ্রত হয় ঘুমে থাকা জাতি
বাঙালির শত নীড়।
একটি জাতি আসবে ফিরে
মিছিল মিটিং চলে,
সাগরের জল উথাল পাথাল
হৃদয়ে আগুন জ্বলে।
ঠিক তখনই রেসকোর্সে
বঙ্গবন্ধুর ডাক,
ওদের হঠাও যুদ্ধ করো
শত্রু নিপাত যাক।
বজ্রকন্ঠের সেই ধ্বনি শুনে
বাঙালিরা সব জাগে,
ভয় পেয়ে সেই শত্রুগুলো
নয় মাসে সব ভাগে।