রাজশাহী মহানগরীর দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, মো: উজ্জল আলী (৩৮) সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার গোবিন্দপুর এলাকার মো: হাতেম আলীর ছেলে।
ঘটনা বিবরণে জানা যায়, গতকাল ২০শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাত সোয়া ৮ টায় আরএমপি’র কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: মইনুল বাশারের নেতৃত্বে এসআই মো: সাহাদত আলী ও তাঁর টিম দামকুড়া থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ৮ টায় দামকুড়া থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি উজ্জলকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।