মনোহরদী উপজেলায় ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ শনিবার ১৬ ই মার্চ উক্ত মোবাইল কোর্ট এর নেতৃত্ব প্রদান করেন, মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান, সহযোগিতায় ছিলেন, মনোহরদী থানার পুলিশ এবং স্যানিটারি অফিসার, শাহনেওয়াজ ।
মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে, চালাকচর বাজারে, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে, ৪ জনকে ৯ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। বিভিন্ন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট, পরিচালনা কালীন সময়ে নির্বাহী কর্মকর্তা ইউএনও হাছিবা খান বলেন, মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিংয়ে কন্টিনিউ এই অভিযান অব্যাহত থাকবে এবং সকল ব্যবসায়ীদের কে মূল্য তালিকা টানানোর নির্দেশনা প্রদান করেন।