আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে , আমি কেন পারিবারিক সম্পর্ক সংক্রান্তে এত পোস্ট করি।
আমাদের দেশে এখন সবচেয়ে বেশি যে রোগটি মানুষের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে ডায়াবেটিস এবং থাইরয়েড সমস্যা। অধিকাংশ পরিবারেই কারো না কারো মধ্যে এই রোগ দেখা যায়।
পুলিশের চাকরি করতে এসে ১৮ বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের সমাজে যে সমস্যাটি সবচেয়ে বেশি আমার চোখে ধরা পড়েছে তা হলো পারিবারিক সমস্যা। যে সমস্যার কারণে অধিকাংশ দম্পতিরা অশান্তিতে ভুগে থাকে।
আমি এই পোস্টগুলো প্রচার করি এই কারণেই যে আমার এই পোস্ট থেকে স্বামী কিংবা স্ত্রী নিজেদের ভুল বুঝতে পেরে শিক্ষা গ্রহণ করে বা নিজেকে পরিবর্তন করে যদি কোন দম্পতিদের দাম্পত্য জীবনে একটু অশান্তি দূর হয়। তার জন্যই এই পোস্টগুলো প্রচার করে থাকি।
একটি বন্ধ তালা আমরা হাতুড়ি দিয়ে পিটিয়ে যখন খুলি তখন তালাটি তছনছ হয়ে যায়।
যদি আমরা ওই তালাটির ভিতরে চাবি দিয়ে যত্ন করে খুলি তাহলে আর তালাটির কোন ক্ষতি হয় না।
ঠিক তেমনি আমরা একে অপরের হৃদয়ে ঢুকে তাকে বুঝে চলার চেষ্টা করি তাহলে আমাদের একে অপরের সম্পর্ক সুন্দর থাকে। দাম্পত্য জীবন সুখের এবং শান্তিতে ভরে ওঠে। এছাড়াও যে সমস্ত পোস্টগুলো আমি মনে করি মানুষের উপকারে আসতে পারে সেই পোস্টগুলো শেয়ার করে থাকি।
আমি সব সময় মানুষের মঙ্গল কামনা করি।
যে ব্যক্তি অন্যের মঙ্গল কামনা করে মহানসৃষ্টিকর্তা তার মঙ্গল কামনা করে।
ভুল কিছু বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। ভালো লাগলে কমেন্টস করার অনুরোধ রইলো।
মোঃ মাহবুবুর রহমান কাজল
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মহেশপুর থানা, ঝিনাইদহ।
ফেসবুক থেকে সংগৃহীত।