মনোহরদী উপজেলায় হারুরদীয়া গ্রামে মঙ্গলবার ৫ ই মার্চ এইচ এস সি সেকেন্ড ইয়ারে পড়ুয়া ছাত্রী বিয়ের দাবিতে অনশন করছে। জান্নাতুল ফেরদৌসের দাবি ৪ বছর ৬ মাস ধরে মোকাররম হোসেন তার সাথে প্রেম করার পর বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখন সে পলাতক অবস্থায় আছে। আমাকে বিয়ে করতে রাজি নয়, সেই জন্য আমি বিয়ের দাবিতে অনশনে আছি। বিয়ে না করলে আত্মহত্যা করবে বলে জানিয়েছেন জান্নাতুল ফেরদৌস।
তার পিতা মৃত আমির হোসেন, গ্রাম উত্তর নারান্দী।
মোকাররম হোসেনের বাবা মোজাম্মেল হোসেন এর সাথে কথা বলে জানা গেছে, তার ছেলে এখন বাড়িতে নেই, সে মেয়েকে বিয়ে করবে না বলে পালিয়েছে।
মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কমিশনার টুটুল এর সাথে কথা বললে তিনি বলেন, ছেলে পলাতক, এখন মীমাংসায় কাকে নিয়ে বসবেন– এ নিয়ে তিনি সংশয়ে আছেন।।