মোজাম্বিক প্রবাসী বাংলাদেশে আগত একঝাঁক বাঁশখালীয়ানদের অন্যতম আঞ্চলিক সংগঠন মোজাম্বিক বাঁশখালী গ্রুপের বনভোজন ও মিলনমেলা রোববার বাঁশখালী সমুদ্র সৈকতের বাহারছড়া পয়েন্টে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোজাম্বিক কমিউনিটির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আনিছুর রহমান।
বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম. আর মুজিব’র পরিচালনায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণে বিশেষ অতিথি ছিলেন মোজাম্বিকের বিশিষ্ট ব্যবসায়ী সিকান্দার নূরী, সিরাজুল ইসলাম, আকতার হোসেন, সাংবাদিক শিব্বির আহমদ রানা, মিজান বিন তাহের, ছাত্রলীগ নেতা মিজান সিকদার, প্রবাসী শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, আরিফুল ইসলাম, মোরশেদুল আলম মিশু।
মোজাম্বিকে প্রবাসরত বাঁশখালীয়ানদের নিয়ে এ প্রবাসী সংগঠন আর্থ সামাজিক উন্নয়নসহ সদস্যদের নানামুখি সমস্যার সমাধান করে থাকেন। বাঁশখালীর একমাত্র ব্যতিক্রমধর্মী প্রবাসী সংগঠন এটি। প্রতিবছরই তারা ছুটিতে এসে পরাবারিক আয়োজন করে থাকেন।
এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোজাম্বিক প্রবাসী আমির হোসেন, রুবেল, সেলিম,হাসিব, ফারুক, আরিফ, সাইফুল, হালিম, রুহুল, কফিল, দিদার, রিদায়ানুল কবির, আরফাত, আবু ছৈয়দ, জিতু, জসিম, রহিমসহ অনেকে।