রাজশাহীর বাগমারা তাহেরপুর তদন্ত কেন্দ্রের অভিযানে মাদক সম্রাট জুয়েলকে গাঁজা ও হিরোইনসহ গ্রেপ্তার করেছে।
তদন্ত কেন্দ্রের সুত্রে জানা যায়, রাজশাহী দুর্গাপুর থানার লিস্টেড( দুর্গাপুর থানার সিরিয়াল নং-০৭) মাদক ব্যবসায়ী কিসমত গনকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের সাইদুর প্রামানিক ছেলে মোঃ জুয়েল রানা(২৮) দীর্ঘ দিন মাদক বিক্রিয় করে আসছিল।
শনিবার ৩রা মার্চ দুপুর দেড়টায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সোহাইল রানা সঙ্গীয় এএসআই মোহাম্মদ মিজানুর রহমান সহ পুলিশের একটি চৌকস টিম তাহেরপুর বাজারস্থ ওয়ালটন মোড় থেকে ২০০ (দুইশত) গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হিরোইন সহ জুয়েলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক সম্রাট জুয়েলের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় অন্তত ১৪ টি মাদক মামলা রয়েছে।
এই বিষয়ে তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি সোহাইল রানা বলেন, এই এলাকাকে মাদক মুক্ত করতে অভিযান চলমান রয়েছে, আসামি জুয়েল কে মাদক মামলায় জেলহাজতে পাঠানো হবে।