আলমডাঙ্গায় ভিএস ও ভলেন্টেয়ারিং স্ট্যান্ডাড ইয়োথ ফোরাম খুলনা অঞ্চলের প্রশিক্ষন অনুষ্টিত।গতকাল আলমডাঙ্গা হাইরোর্ডের জেস টাওয়ারের কনফারেন্স রুমে ৪০ জন ভলেন্টেয়ার নিয়ে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি ভিএস ও ইয়োথ প্রোগ্রামের ম্যানেজার শফিকুর রহমান।তিনি বলেন আপনাদের নিজেদের কে দক্ষ করে গড়ে তুলতে আমাদের এই প্রশিক্ষন,সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টি সহ সাধারন মানুষের পাশে থেকে কাজ করতে হবে,সমাজে নানা অসঙ্গতি তোমাদের চোখে পড়ে,যেমন বাল্য বিয়ে,আত্মহত্যা,মাদকাশক্ত ছেলে,মেয়েদেরকে সুপথে ফিরিয়ে আনতে আমাদের কি করনীয় সে বিষয় গুলি আজ আপনাদের সাথে সেয়ার করব,মনে রাখবেন কাজ করতে গেলে ভুল হয়,কাজ না করলে তার ভুলও হয়না,সমালোচনাও হবে না।আপনারা দক্ষ হয়ে গড়ে উঠলে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা ভুমিকা রাখতে পারব।
সভায় সভাপতিত্ব করেন আলোর ছোঁয়া স্বেচ্ছা সেবী সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম লাভলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভিএস ওর উপদেষ্টা আজিজুর রহমান,আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সম্পাদক বীর মিক্তিযোদ্ধা হামিদুল ইসলাম,প্রধান শিক্ষক রকিবুল ইসলাম ঝন্টু,ট্রেইনার জামাল হোসেন,পঞ্চগড় অঞ্চলের ভিএসও সভাপতি খন্দকার আলামিন।উপস্থাপনা করেন খুলনা বিভাগের ভিএসও ইয়োথ প্রোগ্রামের সম্পাদক আসাদুজ্জামান লিমন।সভায় মোট ৪০ জন ভিএসও সদস্য খুলনা,কুষ্টিয়া,মাগুরা,বাগের হাট,ঝিনেদহ,মেহেরপুর,যশোর,চুয়াডাঙ্গা অঞ্চলের যুবকরা এই প্রশিক্ষনে অংশ নেন।