মৌলভীবাজার রাজনগরের ময়না বাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন । গুরুতর আহত হয়েছেন ৩ জন।
শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটের সময় মহাশস্ত্র নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিএনজি চালক রাজু মিয়া (২১) যাত্রী নাঈম মিয়া (২৯) তাদের বাড়ি রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায়। আহতদের তাৎক্ষনিক নাম ও পরিচয় পাওয়া যায় নি।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।