সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক পণ্যের স্বনামধন্য কোম্পানীর ডিস্ট্রিবিউটর আমানীয়া এন্টারপ্রাইজের প্রথম ববর্ষপূর্তি অনুষ্ঠান কেক কেটে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শীলকূপ টাইমবাজারস্থ ফজল কাদের বিল্ডিং এ নেসলে এর
ডিস্ট্রিবিউটর অফিসে কেক কেটে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- এরিয়া সেলস্ ম্যানেজার মোহাম্মাদ হানিফ, এরিয়া নিউট্রিশন ম্যানেজার দেবাশীষ বড়ুয়া, আমানিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও নেসলে বাংলাদেশ লিমিটেড এর বাঁশখালী, পেকুয়া, কুতুবদিয়া শাখার ডিস্ট্রিবিউটর মুহাম্মদ রিদুয়ানুল হক, সিটিজি ওয়ান এর সুপারভাইজার সবুজ নাথ, নিউট্রিশন এসোসিয়েট আবু সাইদ, টেরিটরি এসোসিয়েট হাসিবুর রহমান, দিশারী বাঁশখালী ডিস্ট্রিবিউটর অফিসের কম্পিউটার অপারেটর শিবলি মাহমুদ সহ অফিসের অন্যান্য কর্মচারি বৃন্দ।