1. admin@crimenews24.net : cn24 :
  2. zpsakib@gmail.com : cnews24 :
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভিডিও গ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরষ্কারে ভূষিত হয়েছেন নড়াইলের সৌরভ সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অভিযানে ৬১ কেজি গাঁজাসহ আটক ৪ ১৯৭১ থেকে ১৯৭৫ সালের সময়ে আওয়ামী লীগ বধ্যভূমি তৈরি করেছিল: টুকু সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন নিজের চেহারা একবার আয়না দিয়ে দেখুন: মৌলভীবাজারে জামায়াতের আমীর শ্রীমঙ্গলে শিশু ধর্ষণ মামলায় আটক ২ তানোরে দ্বিতীয় স্ত্রীর প্রতারণায় প্রথম স্ত্রী নিঃস্ব সিরাজগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে সড়ক ও জনপদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ রাজশাহীতে হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক- ৮ সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ সভা

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী বাস হতে ২৯০০পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী স্ত্রী আটক

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৩ বার নিউজটি পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসষ্ট্যান্ড নামক স্থানে হাটিকুমরুল হতে নগরবাড়ী গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে বিজয় ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ দোকানের সামনে, ঢাকা হতে পাবনা গামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১৫-২৫৫৯ তল্লাশী করে গাড়ীর ভিতরে মাঝ খানে ডান পার্শ্বে টিকিট বিহীন যাত্রী পাশাপাশি সিটে বসা অবস্থায় আসামীদ্বয়ের দেহ তল্লাশী করে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য মিখাইল এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করেছেন রাজশাহী বিভাগীয় গোয়েন্দার উপপরিদর্শক উপ পরিদর্শক জনাব মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ শামীম (৩৮) পিতা মৃত সাহেব আলী, মাতা মৃত জাহানার বেগম, বর্তমান সাং-কেরানীগঞ্জ। মুসলিম বাগ (হালিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানা-সুলতানগঞ্জ সাইনবোর্ড, খানা কামরাঙ্গীর চর, জেলা-ঢাকা।মোছাঃ সুলতানা বেগম (৪০), পিতা মৃত ফয়েজ উদ্দিন ব্যাপারী, মাতা মৃত হামিদা বেগম, স্বামী-মোঃ শামীম, বর্তমান সাং- কেরানীগঞ্জ মুসলিম বাগ (হালিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), খানা- কেরানীগঞ্জ মডেল থানা, জেলা-ঢাকা। স্থায়ী ঠিকানা-সিলিমপুর হিংগা নগর, খানা-দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল।

আসামীদের দেহ তল্লাশি করে পলিথিন প্যাকেটে স্কচটেপ দ্বারা মোড়ানো মিথাইল এ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস, যার ওজন ১৫০(একশত পঞ্চাশ) গ্রাম,ওপর একজনে কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ১৪০০ (এক হাজার চারশত’) পিস, যার ওজন ১৪০ (একশত চল্লিশ) গ্রাম। দুইটি প্যাকেটে মিখাইল এ্যামফিটামিনযুক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সর্বমোট ১৫০০+১৪০০=২৯০০ (দুই হাজার নয়শত) পিস, যার মোট ওজন ২৯০ (দুইশত নব্বই) গ্রাম। এ সময় আসামীদের কাছ থেকে মোবাইল ফোন দুইটি ও সিম দুইটি (ক) স্মার্ট ফোন oppo A12, একটি সিম সহ। (খ) itel বাটন ফোন it2163 একটি দিম সহ জব্দ করা হয়।

এ সময় উপ পরিদর্শক জনাব মোঃ হুমায়ুন কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে ১১ ই ফেব্রুয়ারী রাত্রি ৪ ঘটিকার সময়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহী এর বিভাগীয় স্টাফ জনাব মোঃ হুমায়ুন কবির, উপ-পরিদর্শক, এএসআই মোহাম্মদ শহিদুল ইসলাম আকন্দ, এএসআই মোঃ বায়েজিদ হোসেন, সিপাই মোঃ গোলজার রহমান, সিপাই হাবিবা খাতুন, এবং গাড়ী চালক মোঃ মুনছুর রহমান এর সমন্বয়ে একটি বেইডিং টিম গঠন করে উক্ত রেইডিং টিমের সহযোগীতায় সরকারি গাড়ী যোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসষ্ট্যান্ড নামক স্থানে হাটিকুমরুল হতে নগরবাড়ী গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে বিজয় ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ দোকানের সামনে পাকা রাস্তার উপরে ঢাকা হতে পাবনা গামী সি লাইন পরিবহন যাত্রীবাহী বাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো ব-১৫-২৫৫৯ এর গতিরোধ করে সময় রাত্রী ৩.৪০ ঘটিকায় থামাই ও ঘেরাও করে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা ট্র্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ শামীম (৩৮) ও ২। মোছাঃ সুলতানা বেগম (৪০) উভয়ে স্বামী স্ত্রী।পরে তাদের কে শাহজাদপুর থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2022 crimenews24.net
Design & Developed By : Anamul Rasel