কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও জান্নাত ফার্মেসীর সত্ত্বাধীকারী শারফুদ্দিন আহম্মেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন ৷
প্রধান অতিথির বক্তব্যকালে সফর উদ্দিন- বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয় থেকে কেউ কখনো বিদায় নেয় না। নানা ফরম্যাটে বিদ্যালয়ের সঙ্গে তাদের সব সময়ই সংযোগ থেকেই যায়। এখান থেকে তোমরা বিদায় নিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করবে। ভালো ফলাফলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের মান মর্যাদা তোমাদেরই অক্ষুণ্ন রাখতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন- এ প্রতিষ্ঠানে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের কলকাকলিতে এ বিদ্যালয় মুখরিত উয়ে উঠুক সেই কামনা করি ৷
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোহিনুর খানম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দিন, গাজী আতিয়ার রহমান, লাল্টু রহমান, আব্দুল হান্নান প্রমূখ ৷
এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, আশরাফুল আলম, শামিমা সুলতানা, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, ওহিদুজ্জামান, মমতাজ পারভিন, রেহেনা খাতুন, আবু সাদাত সায়েম, শাহানাজ পারভিন, শরিফা ইয়াসমিন, তারিকুল ইসলাম, রেজা চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
আলোচনা সভা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী এসএসসি’র বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল সম্মাননা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ৷