টাকার কাছে অসহায়
জ্ঞানীর জ্ঞান বৃথা যাই,
গাল ভাঙা কুলাঙ্গার
সমাজে ছড়ি ঘুরাই।
জাত কুল নেই তার
জোরে দিয়ে কথা কয়
টান দিযে সিগারেটে
বলে আয় কোন শালাই।
জ্ঞানীরা মুখ লোকায়ে
বাঁচাতে চাই সম্মান
দুই হাত তুলে তাই
বলে প্রভূ তুলে নেও।
টাকার কাছে বিক্রি হয়
সত্যের কাছে মিথ্যার জয়
নিশ্চুপ বিবেকেরা
মাথা পেতে মেনে নেই।
টাকার কাছে সমাজ
হযেছে নগ্ন আজ
ভালো মন্দ সবাই শোনো
দোষ মোদের কম নাই।
*********,সমাপ্ত ******