কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা সহ বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) গোস্বামী দূর্গাপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ৷
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ৷
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান জাহিদ ও সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল্টু রহমান, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খেদ আলী, ম্যানেজিং কমিটির সদস্য লাবলু রহমান, রবিউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম, যুবলীগ নেতা আকাশ মাহমুদ, জামাল উদ্দিন, আল ইমরান প্রমূখ ৷
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও অভিভাবক সদস্য আরজু আহম্মেদ ৷
পরে অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী এসএসসি’র বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল সম্মাননা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন ৷
অনুষ্ঠানের শেষ পর্বে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷