নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিন ব্যাপী ১০২ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপ্পী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। গতকাল( ৭ ফেব্রুয়ারী) ক্রীড়া অনুষ্ঠান হয়।
২ দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্ব্বতী বিদ্যাপীঠ বিদ্যালয়ের সভাপতি মোঃ উজ্জ্বল শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন খান নিলু।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস,ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসজিব মোল্যা,সমাজ সেবক অচিন্ত সাহা, দাতা সদস্য ওহিদুল হাবিব মিনা ( চন্নু) অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রশীদ। সন্ধ্যয় পর বিদ্যালয় চত্বরে বহিরাগত শিল্পীদের সম্বনয়ে জমকালো নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।