বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিন বেপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী রিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারিহা তানজিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈ, রত্নপুর ইউনিয়নের আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপেন্দ্রনাথ সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রান কুমার ঘটক এছাড়া আরো উপস্থিত ছিলেন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরিপদ সরকার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরিমল চন্দ্র রায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সমীরণ বাড়ৈ, অরবিন্দু বিশ্বাস ও বিদ্যালের সকল সহকারী শিক্ষক সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ।