নড়াইল সদর উপজেলার দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচতি হয়েছে আশিষ বিশ্বাস। আশিষ ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক। তরুন এই নেতাকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করায় দেবভোগ গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতারন করা হয়েছে। স্থানীয়দের মতামত নতুন প্রজন্মের এই ছাত্র নেতা স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে অগ্রনী ভূমিকা রাখবে।বিদ্যালয়ের দীর্ঘ দিনের সকল সমস্যা তার দ্বারা মোকাবেলা করা সম্ভব বলে ও ধারনা স্থানীয় সচেতন মহলের।
এ বিষয়ে নব নির্বাচিত দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আশিষ কুমার বিশ্বাস বলেন, সকল অভিবাভক সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। পরিচালনা কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দের মতামত নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যাব।