রাজশাহী জেলার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ৩ টার দিকে পুঠিয়ার বিড়ালদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ (৩৮) তিনি পুঠিয়া উপজেলার হাতিনাদা চকপাড়া গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুর পৌনে ৩ টার দিকে আরিফ কীটনাশক জেনারেল কোম্পানির কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় রাজশাহী গামী ইসলাম পরিবহন (বগুড়া-ব-১১-০০৭২) বাসের সাথে ধাক্কা লাগে। তৎক্ষনাৎ ঘটনা স্থলেই তিনি মারা যান। বাসে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পবা হাইওয়ে পুলিশ বাসটি আটক করলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় ।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি দুপুর পৌনে ৩টার দিকে হয়েছে। নিহত আরিফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছি। আমরা বাসটি আটক করছি। ঘটনাটি তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।