রোববার (২৮ জানুয়ারি) রাত ৯টায় উপজেলার বাঘাসুরা ইউপির মানিকপুর গ্রামে তিনটি বাচ্ছাসহ মা মেছো বিড়ালটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, ওই গ্রামের শাহ আলম মিয়ার বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটি সরানোর পর বাচ্চাগুলো অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাণের ঝুঁকি থাকলেও মা বিড়ালটি বাচ্চাগুলোকে ছেড়ে যায়নি বরং সেখানেই অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের সহায়তায় পাখিপ্রেমিক সোসাইটির সদস্যরা খবর পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়।
পরে সিলেট বিভাগীয় সম্মানিত বন কর্মকর্তা মো: হুমায়ুন কবীর মহোদয়ের নির্দেশে রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় রঘুনন্দন পাহাড়ে অবমুক্ত করেন।