রাজশাহী জেলার পুঠিয়ায় ১৯৯ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব-৫। গ্রেফতারকৃতের নাম, জাহাঙ্গীর ইসলাম। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককৃর্তি ইউনিয়নের নামাটোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
রোববার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা গন্ডোগোয়ালী নিমপাড়া বাজার এলাকায় অপারেশন পরিচালনা করেন র্যাব।
২৯ জানুয়ারী সকাল সাড়ে নয়টায় গণমাধ্যমে পাঠানো র্যাব-৫ রাজশাহী সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানগাড়ীর পাটাতনের নিচে ফেনসিডিলসহ বিক্রয়ের উদ্দেশ্যে পুঠিয়া থানা এলাকায় দিকে আসিতেছিল। এ সময় র্যাব সদস্যরা ভ্যানগাড়িতে তল্লাশি চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।