প্রাঞ্জল ভাষা তার বুকভরা আশাতেশ
ব্দ গাঁথুনি তার একেবারে ঠাসাতে।
পত্রিকা রির্পোটার সংস্কৃতি মনা
জাহাঙ্গীর হোসেন তিনি কবি একজনা।
শতগুণে ভরা তার জীবনের পদ্য
তাকে নিয়ে লেখা যায় ছোট-বড় গদ্য
পুরান ঢাকার ছেলে জন্মতিথে
জানলাম আজই শুধু জন্মগীতে।
২৭ তারিখ হাসে আগা সাদেকের
রোড-ঘাট হয়ে যায় খাঁটি মানবের।
পিতা লালমিয়া তার খুশীদা মাতা
ছয় ভাই চার বোনে মাথার ছাতা।
ছাতা মানে বড় ভাই প্রথম পোলা
তার তরে শুভেচ্ছা আজ দিল খোলা।
°