কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালেহীনের সভাপতিত্বে বুধবার (২৪ জানুয়ারী) সকালে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও জান্নাত ফার্মেসীর সত্ত্বাধীকারী শারফুদ্দিন আহম্মেদ মানিক ৷
প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন- ক্রীড়া দেয় সুস্থ্য দেহ, সুন্দর মন ৷ লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক থেকে দুরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই ৷
অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কহিনুর খানমের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, পাটিকাবাড়ী সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য নাসির উদ্দিন, গাজী আতিয়ার রহমান, লাল্টু রহমান, আব্দুল হান্নান, আ.লীগ নেতা আব্দুল মালেক, যুবলীগ নেতা ইমরান হোসেন, লিটন মন্ডল, আব্দুর রাজ্জাক প্রমূখ ৷
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় খেলাধুলার ইভেন্টগুলোর পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, আশরাফুল আলম, শামিমা সুলতানা, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন, ওহিদুজ্জামান, মমতাজ পারভিন, রেহেনা খাতুন, আবু সাদাত সায়েম, শাহানাজ পারভিন, শরিফা ইয়াসমিন, তারিকুল ইসলাম ও রেজা চৌধুরী ৷